হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন,
مَنْ نَظَرَ إِلَی أَبَوَیْهِ نَظَرَ مَاقِتٍ وَهُمَا ظَالِمَانِ لَهُ لَمْ یَقْبَلِ اللهُ لَهُ صَلَاةً
যে ব্যক্তি তার পিতা-মাতার দিকে ক্রোধ ও ঘৃণাভরে তাকায়—এমনকি যদি তারা তার প্রতি জুলুমও করে—আল্লাহ তার নামাজ কবুল করেন না।
[ফুরূয়ে কাফি, খণ্ড ২, পৃষ্ঠা ৩৫০, হাদীস ৫]
মূল বার্তা: ইসলামে পিতা-মাতার প্রতি সম্মান শুধু তাদের সদাচরণের জন্য নয়—তাদের সীমালঙ্ঘনের ক্ষেত্রেও সন্তানের দায়িত্ব বিনয় ও সহনশীলতা বজায় রাখা। এ হাদীস সেই নৈতিক উচ্চতাকেই স্মরণ করিয়ে দেয়।
আপনার কমেন্ট